4:09 pm , May 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝড়ে ছিড়ে পড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রান গেছে প্রাথমিক স্কুল ছাত্র শিশুর। রোববার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া গ্রামে এ মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। মৃত রিয়ান হোসেন (৯) বালিয়া গ্রামের মো. আকাশের ছেলে। মেহেন্দিগঞ্জ থানার এসআই আরিফ হোসেন জানান, শনিবারের ঝড়ে ওই গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পড়ে ছিলো। রোববার সকালে রিয়ান স্কুলে যাওয়ার পথে ওই তারে জড়িয়ে বিদ্যুতস্পষ্টে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছে। এসআই আরিফ বলেন, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে আলোচনা করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। পরিবার অভিযোগ দিলে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের অভিযোগ পল্লী বিদ্যুতের অবহেলার কারনে এ ঘটনা ঘটেছে। তারা যদি তার ছিড়ে যাওয়ার পর ব্যবস্থা নিতো তাহলের মর্মান্তি এ ঘটনা ঘটতো না।
পল্লী বিদ্যুতের এজিএম মো. হারুন অর রশিদ বলেন, শনিবার ঝড় বৃষ্টি হওয়ায় তার ছিড়ে গেছে। রোববার ভোর রাত পর্যন্ত সংশ্লিষ্টরা মেরামত কাজ করেছে। কিন্তু ছিড়ে পড়া তার সম্পর্কে কেউ কিছু জানায়নি। যার কারনে সকালে বিদ্যুত চালু করা হয়। ছেড়া তার পড়ে থাকতে দেখে শিশু ধরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। এটা নিছক দুর্ঘটনা।