আমি জনতার লোক হতে চাই -খোকন সেরনিয়াবাত আমি জনতার লোক হতে চাই -খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
আমি জনতার লোক হতে চাই -খোকন সেরনিয়াবাত

4:03 pm , May 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদ নির্বাচনী কার্যালয় স্থাপন হয়েছে। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে এই কার্যালয় উদ্বোধন হয়েছে। বরিশালের ইতিহাসে এটাই প্রথম কোন নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীর জন্য সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদ নির্বাচনী অফিস করলো। রোববার (২৮ মে) বেলা ১১ টায় নগরীর কালিবাড়ি সড়কে নির্বাচনী এ অফিস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আসন্ন সিটি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক হালিমুজ্জামান খান এর সভাপতিত্বে ও পরিষদের সদস্য সচিব মোঃ আব্দুল আজিজ হাওলাদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, এ্যাড. আনিচ উদ্দিন শহিদ, এ্যাড. গোলাম মাসউদ বাবলু, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান খান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহমুদুর রহমান মধুসহ স্থানীয় আওয়ামীলীগ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত যেমনি তার বাবার চেহারা পেয়েছেন তেমনি পেয়েছেন তার সকল মহৎ গুণাবলী। খোকন সেরনিয়াবাতের এই সততাকে আমরা বরিশালবাসী কাজে লাগাতে চাই। তারা বলেন সব জায়গায় আওয়ামীলীগের নির্বাচনী অফিস হয়েছে, শুধুমাত্র বরিশালেই প্রথমবারের মত সিনিয়র সিটিজেনদের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী অফিস হয়েছে। তারা দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানেও বরিশাল সিটিতে আওয়ামীলীগের মেয়র রয়েছেন, কিন্তু এই সময়েই দলীয় নেতা-কর্মীরা সবচাইতে বেশি নিগৃহীত ও জুলুমের শিকার হয়েছেন। আমরা খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই বলে বক্তারা বলেন।
প্রধান অতিথি খোকন সেরনিয়াবাত তার বক্তব্যে বলেন, আমার জন্য দোয়া করবেন নির্বাচিত হয়ে যেন আমি সবার কল্যানে কাজ করতে পারি। এখানে নাগরিকদের নানা মৌলিক চাহিদা রয়েছে, তার কিছুই পুরন করতে পারেনি বর্তমান মেয়র। তাই প্রধানমন্ত্রী সেই অপুরনকে পুরন করতে আমাকে এখানে পাঠিয়েছেন। মানুষের জন্য কাজ করা একটি মহৎ কাজ। সবাই এই মহৎ কাজ করতে পারেনা। আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার। আমার পূর্বপুরুষও জনতার লোক ছিলেন, আমিও জনতার লোক হতে চাই। নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠির জন্য কাজ করবো। এর জন্য ভোটের মাধ্যমে আপনাদের সহযোগীতা চাই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT