ফাতেমা সেন্টারের মালিক শাহজাহান খানের মৃত্যুতে শোক প্রকাশ ফাতেমা সেন্টারের মালিক শাহজাহান খানের মৃত্যুতে শোক প্রকাশ - ajkerparibartan.com
ফাতেমা সেন্টারের মালিক শাহজাহান খানের মৃত্যুতে শোক প্রকাশ

4:18 pm , May 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর রোডের বহুতল বাণিজ্যিক ভবন ফাতেমা সেন্টারের মালিক ও ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান খান ২২ মে ব্যাংককে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অনেক আতœীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। ২৬ মে শুক্রবার বা’দ জুম্মা ঢাকার গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। মোহাম্মদ শাহজাহান খান বাংলাদেশ শিপিং করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক ও ঢাকাস্থ বরিশাল সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসা সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন। ২৭ মে শনিবার বাদ আসর (সিম্ফনী টাওয়ার, গুলশান-১) মরহুম শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে কবি এ কে জয়নুল আবেদীন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান খানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি ও গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি নুরুল ইসলাম খলিফা, কবি এ. কে জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সেক্রেটারি মইনুল আবেদীন রিয়াজ প্রমুখ।
বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT