4:18 pm , May 27, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সদর উপজেলার লাহারহাট ফেরিঘাট এলাকায় বেদে নৌকায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে উদ্ধারকারী দলের বরিশাল নৌ-ফায়ার ষ্টেশনের ডুবুরী মো. বশিরউদ্দিন জানিয়েছেন।
মৃত জেলে হলো- মো. সোহরাব হোসেন (২৮)। সে লাহারহাট ফেরিঘাট এলাকার বেদে পল্লীর জেলে বাহাদুরের ছেলে। ডুবুরী মো. বশিরউদ্দিন বলেন, সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের সিংহেরকাঠি এলাকার লাহারহাট ফেরিঘাট সংলগ্ন রাঙ্গামাটি নদীর মোহনায় একটি নৌকায় মাছ শিকার করছিলো সোহরাব। ওই নৌকায় স্ত্রী ও সন্তানরাও ছিলো। দেড়টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রপাতে নৌকার গলুইতে থাকা সোহরাব নদীতে পড়ে যায়। খবর পেয়ে তারা গিয়ে নদীতে তল্লাশী করে বিকেল পৌনে পাঁচটার দিকে সোহরাবের লাশ উদ্ধার করেছেন।
বশিরউদ্দিন আরো জানান, বজ্রপাতে শরীরে এক অংশের চামড়া পুড়ে গেছে। তবে তার স্ত্রী ও সন্তানরা অক্ষত ছিলো। লাশ উদ্ধার করে বরিশাল সদর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান ডুবুরী বশির। বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল বলেন, পরিবার বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করার জন্য বলেছে। কিন্তু আমাদের নির্দেশনা রয়েছে লাশের ময়না তদন্ত করার পর হস্তান্তর করা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।