4:16 pm , May 27, 2023
উজিরপুর সংবাদদাতা ॥ খেয়া ঘাটের সিঁড়ি থেকে পা পিছলে সন্ধ্যা নদীতে পড়ে লাইজু (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুৎকাঠী (শিকারপুর) খেয়াঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, রাহুৎকাঠী গ্রামের দুলাল বেপারীরপ্রতিবন্ধী কন্যা লাইজু আক্তার (২০) সকাল ৭ টার দিকে নদী পাড় হয়ে এক অঅত্মীয়ের বাড়ীতে যাওয়ার জন্য শিকারপুর পূর্ব পাড় ট্রলার ঘাটে এসে সিঁড়িতে নামলে পা পিছলে সন্ধ্যা নদীতে পড়ে যায়। খবর পেয়ে সকাল ১০ টার দিকে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরীরা নদী থেকে লাশটি উদ্ধার করে। দেহরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান জানিয়েছেন, দুঘটনায় মারা যাওয়া নারী প্রতিবন্ধী। সে তার ভাইয়ের শ্বশুরবাড়ী উজিরপুরের শিকারপুর যাওয়ার জন্য খেয়া ঘাটে এসে নদীতে পড়ে যায়। বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মন্ডল জানিয়েছেন , নদী থেকে উদ্ধার হওয়া নারীর লাশটির ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।