কীর্তনখোলা নদী থেকে রাতের আঁধারে স্পিডবোট চুরি কীর্তনখোলা নদী থেকে রাতের আঁধারে স্পিডবোট চুরি - ajkerparibartan.com
কীর্তনখোলা নদী থেকে রাতের আঁধারে স্পিডবোট চুরি

4:16 pm , May 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের কীর্তনখোলা নদী থেকে রাতের আঁধারে স্পীডবোট চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হিরণ নগর ঘাটে এ চুরির ঘটনা ঘটে। স্পীডবোট মালিক কবির মুন্সি বলেন, নগরীর ভাটারখাল ডিসিঘাট থেকে বরিশাল-ভোলা নৌ রুটে চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার সকাল ১০ টার দিকে প্রতিদিনের মতো তার ছেলে মিঠু বাড়ীর পাশে কীর্তখোলা নদীর ঘাটে স্পীডবোটটি নোঙ্গর করে বাসায় চলে আসেন। কিন্তু পরদিন সকালে নোঙ্গর করা স্পীডবোট ঘাটে পৌঁছে দিতে গিয়ে দেখেন স্পীডবোট ঘাটে নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে বন্দর থানায় একটি অভিযোগ দিয়েছেন।  এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শনিবার সকালে হিরণ নগর থেকে কবির মুন্সি স্পীডবোট চুরি হওয়ার বিষয়ে অভিযোগ করেন। আমরা বিষয়টি বিভিন্ন থানায় জানিয়ে দিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT