নগরবাসীর হোল্ডিং ট্যাক্স হবে সহনীয় পর্যায়ে -আবুল খায়ের  নগরবাসীর হোল্ডিং ট্যাক্স হবে সহনীয় পর্যায়ে -আবুল খায়ের  - ajkerparibartan.com
নগরবাসীর হোল্ডিং ট্যাক্স হবে সহনীয় পর্যায়ে -আবুল খায়ের 

4:09 pm , May 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গত ১০ বছরে বরিশাল নগরীকে অনেক পিছিয়ে নেয়া হয়েছে। একটু বৃষ্টি হলে কোথাও কোথাও বুক সমান পানি জমে যায়। এখনও অনেক স্থানে সরকারী ব্যবস্থাপনায় বিদ্যুৎ পৌঁছেনি। বরিশালবাসীকে যে অবহেলা করা হয়েছে তা দুঃখজনক। সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে অতিরিক্ত মাত্রার ট্যাক্স বসিয়ে দিয়ে। নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে করা হবে। শুক্রবার রাত ৮ টায় নগরীর ১৪ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নৌকা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিসিসি নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লা।  ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপু এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি আরো বলেন, নির্বাচিত হতে পারলে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এখানকার মানুষ অর্থাৎ ধনী-গরীব সবাই মূল্যায়িত হবে। যা এতদিন হয়নি। মহৎ কাজ সবাই করতে পারেনা। ১২ জুনের পর সিটি কর্পোরেশন সবার জন্য উন্মুক্ত হবে। আমি যেখানেই কাজ করেছি সুনামের সাথে করেছি। আমার ব্যবসাস্থল মংলা বন্দর তার বড় প্রমান। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছেন তা থেকে বরিশাবাসী বঞ্চিত রয়েছে। শুধু  তাই নয় এখানে মাদকের রয়েছে ভয়াবহ অবস্থা। নির্বাচিত হতে পারলে নগরী হবে মাদকমুক্ত। সৃষ্টি করা হবে নতুন কর্মসংস্থান। পরিবেশ তৈরী করা হবে শিল্প কারখানা স্থাপনের। আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের আদর্শ অনুসরন করেই চলবে বরিশাল সিটি কর্পোরেশন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কেবিএস আহম্মেদ কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী পান্না, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন ও জাতীয় পার্টি জেপি’র মহানগরের সাধারন সম্পাদক আলহাজ¦ জাকির হোসেন সুলতান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ওয়াহেদ উদ্দিন সবুজ, সাবেক কাউন্সিলর শহিদুল আলম নাসির, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন শাহিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাকিল আলম পলাশ,  সাবেক কাউন্সিলর কামরুন নাহার রোজী, যুবলীগ নেতা আওলাদ হোসেন আলো, জাকির আলম ডলার, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক সুমন, সহ-সভাপতি আরিফুর রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাহাত খান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT