শিকারপুরে বহুতলা ভবন ঘেষে বিদ্যুতের তার ॥ দুর্ঘটনার শংকা শিকারপুরে বহুতলা ভবন ঘেষে বিদ্যুতের তার ॥ দুর্ঘটনার শংকা - ajkerparibartan.com
শিকারপুরে বহুতলা ভবন ঘেষে বিদ্যুতের তার ॥ দুর্ঘটনার শংকা

4:37 pm , May 26, 2023

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের একটি বহুতলা ভবন ঘেষেই পল্লী বিদ্যুত ৩৩ হাজার ভেল্টের লাইনের খুটি থাকার কারনে ওই ভবনের মধ্যে বসবাসকারী শত শত মানুষ চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে ঝুঁকিপূর্ন লাইনের খুটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য একাধিক বার লিখিত আবেদন করলেও কোন সুফল পাননি ভবন মালিক। ফলে ওই ভবনে বসবাসকারীরা ঝুঁকি নিয়ে দিন পার করলেও উজিরপুর পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে। ভবন মালিক শিকারপুর বাজার কমিটির সভাপতি হেমায়েত মুন্সি জানিয়েছেন, তার মালিকানাধীন পুলিশ ক্যাম্পের পাশেই মুন্সি সুপার মার্কেটের ভবন ঘেষেই বৈদ্যুতিক খুটি থাকার কারনে তার ভবনে একটি ব্যাংকসহ বেশ কয়েকটি বানিজ্যিক প্রতিষ্ঠানের শত শত মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনে বাস করছেন। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ভবনে বসবাসকারী টাইলস দোকানী মাহাবুবুল আলম বলেন, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন। একাধিক বার বিদ্যুত কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এদিকে নবনির্মিত শিকারপুর সরকারী মাছের ষ্টলের বহুতলা ভবনের মধ্যেই রয়েছে বিদ্যুত লাইন। ভবন নির্মানকারী ঠিকাদার বরুন মিত্র বলেন একাধিকবার পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ভবনের মধ্যে দিয়ে যাওয়া বিদ্যুত তার সরানোর ব্যবস্থা না নেয়ায় ঝুঁকির জীবনের মধ্যদিয়ে নির্মান কাজ শেষ করলেও ভবনের মধ্যেই রয়েছে ৩৩ হাজার ভেল্টের তার যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। পল্লী বিদ্যুত উজিরপুর জোনাল অফিসের ডিজিএম শাহিন মাহমুদ বলেন তিনি উজিরপুরে নতুন যোগদান করেছেন তিনিএকটি লিখিত অভিযোগ পেয়েছেন সরজমিনে লোক পাঠিয়েছেন ত্রুটি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT