4:36 pm , May 26, 2023
বিশেষ প্রতিবেদক ॥ কথা নয়, কাজে বিশ্বাসী আমি। আপনারা আমাকে ভোট দিন, আমি কাজ দিয়ে এ ঋণ পরিশোধ করবো। আমার হাতকে শক্তিশালী করলে, আমিও শক্তিশালী উম্মুক্ত সিটি করপোরেশন উপহার দেব বরিশালবাসীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বরিশালের উন্নয়নের জন্য মনোনয়ন দিয়েছেন। তাই আমি জয়ী হলে বরিশালের উন্নয়নের জন্য নিজেকে বিলিয়ে দেব। নগরীতে বিকাল চারটায় শুরু হওয়া একটি উঠান বৈঠকে এসব কথা বলে ভোটারদের কাছে ভোট চাইলেন বরিশালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নৌকা প্রতীক হাতে পেয়ে নগরীর ৩০ নং ওয়ার্ডের কাজি বাড়ী থেকে আনুষ্ঠানিক এই প্রচারণা শুরু করেন আবুল খায়ের। ২৬ মে শুক্রবার সকালে বরিশালের রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর নৌকা প্রতীকসহ সব প্রার্থীর প্রতীক বরাদ্দ দেন। সকালে প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন খোকন সেরনিয়াবাত। এরপর তিনি রুপাতলী হাউজিং এলাকার একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং ওখানেই জুম্মার নামাজ আদায় করেন তিনি। বিকেল চারটায় বিসিসির ৩০ নং ওয়ার্ডের কলাডেমা কাজি বাড়ী থেকে উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এসময় আশেপাশের শতশত বাসিন্দারা তাকে স্বাগত জানান। মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আফজালুল করিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯ টায় নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হতে পারলে জনগনের সকল সমস্যার সমাধান করবো। সিটি কর্পোরেশন হচ্ছে রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান যা আমি নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেবো। তাদের সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে তিনি আমৃত্যু বরিশালবাসীর জন্য কাজ করে যাবেন বলেও অঙ্গীকার করেন। এসময় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসআক আলী খান পান্না, এ্যাড. কেবিএস আহমেদ কবীর, এ্যাড. লস্কর নুরুল হক, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সৈয়দ মনির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আলমগীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিথ ছিলেন। নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ড. খুরশিদ আলম, জ্যোর্তিময় বিশ্বাস, আজিজুর রহমান, ড.ধীমান ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য প্রদান করেন, ভারপ্রাপ্ত রেজিস্টার সুপ্রভাত হালদার, বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সাধারন সম্পাদক ডাক্তার তানজিম, পিডি হুমায়ন কবির, মাসুম আতিকুর রহমান, ফাতেমা মমতাজ মলি, নাদিম মল্লিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কল্যান পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি মোঃ শাহাজাদা খান, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব নুর উদ্দিনসহ।