আমাদের প্রচারণা করার সুযোগ দিন -মহানগর সভাপতি আমাদের প্রচারণা করার সুযোগ দিন -মহানগর সভাপতি - ajkerparibartan.com
আমাদের প্রচারণা করার সুযোগ দিন -মহানগর সভাপতি

4:35 pm , May 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমাদের একটু নৌকার পক্ষে প্রচারণার সুযোগ দিন। আমাদেরকে নৌকা প্রার্থীর পক্ষের কোন কার্যক্রমে ডাকা হচ্ছে না, আমরা প্রচার করতে চাইলেও আমাদেরকে এড়িয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার গৌরনদীতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে এমন আবেদন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান আব্দুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর আসনে সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এডভোকেট আফজাল হোসেন, গোলাম কবির চিনু, এ্যাড. শাম্মী আহমেদ ।
মহানগর আওয়ামী লীগের সভাপতির বক্তৃতায় অ্যাডভোকেটে কে এম জাহাঙ্গীর এ সকল নেতৃবৃন্দের সামনে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিভাজনের বিষয়টি সামনে নিয়ে আসেন। এ সময় তিনি পরিষ্কারভাবেই বলেন, দলীয় প্রতিক প্রাপ্ত আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচনী কার্যক্রমে তাদের ডাকা হচ্ছে না, এমনকি তারা সহযোগিতা করতে চাইলেও তাদের এড়িয়ে চলা হচ্ছে। এ সময়ে আবেগ তাড়িত হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তিনি। উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ পুনরায় দলীয় মনোনয়ন না পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ দুটি বলয়ে বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘদিনের নিগৃহীত সদর আসনের সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি ও দলীয় প্রতীক প্রাপ্ত আবুল খায়ের আব্দুল্লাহর অনুসারীরা একযোগে সাদিক বিরোধী অবস্থান নেয়। ক্রমেই প্রকাশ্য রূপ নেয় দলীয় কোন দল। সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ও খোকন সেরনিয়াবাত অনুসারীরা দীর্ঘদিনের জমে থাকা থাকা ক্ষোভ প্রকাশ করেন মিডিয়ার নিকট বক্তৃতা, সভা সমাবেশে ও প্রকাশ্য বক্তৃতায়। এক্ষেত্রে সাদিক আব্দুল্লাহ পন্থীরা নীরব থাকলেও, গতকাল মহানগর সভাপতি জাহাঙ্গীরের এমন বক্তব্যে নির্বাচনী প্রচারণার পূর্বে দলীয় বিভেদ আবারো প্রকাশ্যে এলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT