কাউন্সিলর জেলালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী চলে গেলো নিরবে কাউন্সিলর জেলালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী চলে গেলো নিরবে - ajkerparibartan.com
কাউন্সিলর জেলালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী চলে গেলো নিরবে

4:30 pm , May 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল ছিলো বরিশাল সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পারিবারিকভাবে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তার বড় ভাই প্রবীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল বলেন, কবে কখন যে ২ টি বছর চলে গেল টেরই পাইনি। আমাদের এবং নগরবাসী বিশেষ করে ১৫ নং ওয়ার্ডবাসীর কাছে জেলালের শূন্যতা পূরন হবার নয়। ওয়ার্ডবাসী জেলাল কে খুব মিস করে। এখন নির্বাচন চলছে তাই ওয়ার্ডবাসী তাকে বেশি স্বরণ করছে। তবে পরোপকারী, হাস্যোজ্জল জাকির হোসেন জেলালের মৃত্যুবার্ষিকীতে তেমন কোন আয়োজন ছিলো না তার শুভাকাঙ্খিদের। বিশেষ করে জেলালের অতি ঘনিষ্ঠজনরাও মৃত্যু দিনে মনে রাখেনি। করেনি কোন দোয়া মাহফিলের আয়োজন। ২০২১ সালের ২৬ মে রাত ১০ টার দিকে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে কিছু দিন আগে জেলাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে করোনা থেকে মুক্তও হয়েছিলেন তিনি। পরে শারীরিকভাবে আবার অসুস্থ হয়ে পড়লে ২২ মে সকালে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জেলাল ১৯৯১ সালে প্রথম পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এরপর টানা ৪ বার একই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি খুব একাধিক মসজিদ মাদ্রাসার সেবার সাথে জড়িত ছিলেন এবং বরিশাল আঞ্জুমান ই হেমায়েত ইসলামের মাধ্যমে দাফন করা বেওয়ারিশ লাশের কাফনের কাপড়দাতা ছিলেন। উল্লেখ্য, বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের প্রচারনার অন্যতম কৌশল হচ্ছে কাউন্সিলর জেলালের মতো কাজ করতে চাই। এ থেকে প্রমানিত হয় জাকির হোসেন জেলাল জনপ্রিয়তা কতটা ছিলো?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT