সিটি নির্বাচনে ২১ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, আজ প্রতীক বরাদ্ধ সিটি নির্বাচনে ২১ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, আজ প্রতীক বরাদ্ধ - ajkerparibartan.com
সিটি নির্বাচনে ২১ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, আজ প্রতীক বরাদ্ধ

4:29 pm , May 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে ২১ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। তারা সকলেই সাধারন কাউন্সিলর প্রার্থী বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন। সহকারী রির্টানিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মো. মনিরুজ্জামান বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের পর এখন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মেয়র পদে ৭, সাধারন কাউন্সিলর পদে ১১৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী। তাদের মাঝে শুক্রবার সকাল ১০টার পর প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন, নগরীর ১ নম্বর ওয়ার্ড থেকে সৈয়দ সাইদুল হাসান মামুন ও জিহাদুল ইসলাম জিহাদ, ২ নম্বর ওয়ার্ড থেকে নাসিমা নাজনীন ও তার ছেলে এসএম মাকীন আবেদীন, ৫ নং ওয়ার্ড থেকে মো. মাইনুল হক, ৭ নম্বর ওয়ার্ড থেকে শেখ মো. আলম, ১৩ নম্বর ওয়ার্ডের মেহেদি হাসান, ১৪ নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর তৌহিদুর রহমান ছাবিদ, ১৬ নম্বর ওয়ার্ড থেকে মো. জায়েদ খান, ১৭ নম্বর ওয়ার্ড থেকে নুরুল ইসলাম সরদার, ১৯ নম্বর ওয়ার্ড থেকে শেখ ফেরদৌস ইসলাম, ২১ নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার ও ওয়াহিদুর রহমান সবুজ, ২২ নম্বর ওয়ার্ড থেকে আনম সাইফুল আহসান আজিম ও মো. হাবিবুল্লাহ, ২৪ নম্বর ওয়ার্ড থেকে মো. কাউসার হোসেন শিপন ও মনির হোসেন গাজী, ২৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলামিন মৃধা, ২৬ নম্বর ওয়ার্ড থেকে মো. জিয়াউর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আলীম বাবুল এবং ২৯ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মিজান।
এর মধ্যে ১৭ জন ব্যক্তিগত কারনে, দুই জন পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারনে, একজন পারিবারিক কারনে এবং একজন দলীয় সিদ্বান্তের কারনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে উল্লেখ করেছেন।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র মো. আলী হোসেন হাওলাদার, কামরুল আহসান রুপন ও আসাদুজ্জামান।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT