বান্দ রোডে জেলা পরিষদের জমিতে অবৈধ ভাবে স্টল নির্মানের অভিযোগ বান্দ রোডে জেলা পরিষদের জমিতে অবৈধ ভাবে স্টল নির্মানের অভিযোগ - ajkerparibartan.com
বান্দ রোডে জেলা পরিষদের জমিতে অবৈধ ভাবে স্টল নির্মানের অভিযোগ

4:29 pm , May 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বান্দ রোডে জেলা পরিষদের জমিতে অবৈধ ভাবে স্টল নির্মানের অভিযোগ উঠেছে। শেবাচিম হাসপাতালের বিপরীতে মারুফ মেডিকেল হল নামক একটি ঔষধের দোকান নির্মান নিয়ে অভিযোগ করেছেন স্থানীয়রা। বুধবার রাতে স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে কাজের স্থানে কাজ বন্ধ করতে এল সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয় কাউন্সিলর মজিবর রহমান বিসিসির প্যানেল মেয়র আয়েশা তৌহিদ লুনা ও সাবেক কাউন্সিলর বজলুর রহমান এর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানান রুবেল ও তার বাবা জেলা পরিষদ থেকে জমি লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে স্টল নির্মান করে ঔষধের ব্যবসা করে আসছে। সস্প্রতি রুবেল পুরানো দোকান ভেঙে পাকা দ্বোতলা ভবন নির্মান কাজ শুরু করে। জেলা পরিষদের স্টল নীতিমালায় পাকা স্থাপনা নির্মানের কথা না থাকলেও রুবেল ও তার বাবা সেটা করেছে। তাতেও স্থানীয়রা অভিযোগ তোলেনি। কিন্তু রুবেল তার নির্মানাধীন দোকানে দুই পাশে ৪ টি স্যাটার করেছে। ২ টি মেইন রাস্তার দিকে এবং ২ টি পাশের একটি গল্লির দিকে মুখ করে। স্থানীয়রা বলেন ওই গল্লিতে অনেকগুলো পরিবার বসবাস করে। গল্লির দিকে মুখ করে সাট্যার দেওয়ায় এই গল্লির মা বোনদের চলাচলে অনেক সমস্যা হবে। আমরা এলাকাসী রুবেল কে অনুরোধ করেছি গল্লির দিকে স্যাটার না দেওয়ার জন্য। কিন্তু তিনি শোনেন নি। তাই বিষয়টি জেনে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা এসে রুবেল কে কাজ বন্ধ করে গল্লির দিকে মুখ করা স্যাটার ২৪ ঘন্টার মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন। বিসিসির প্যানেল মেয়র মেয়র আয়েশা তৌহিদ লুনা বলেন রুবেল যেটা করেছে তাতে স্থানীয়রা অভিযোগ দিয়েছে। আমরা সরেজমিনে এসে দেখেছি গল্লির দিকে স্যাটার দেওয়ার কোন প্রয়োজন নেই। তাই আমরা রুবেল কে স্যাটার খুলে দেয়াল করে দিতে বলেছি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT