ইজিবাইক সংগ্রাম পরিষদের সাথে নৌকার মেয়র প্রার্থীর মতবিনিময় সভা ইজিবাইক সংগ্রাম পরিষদের সাথে নৌকার মেয়র প্রার্থীর মতবিনিময় সভা - ajkerparibartan.com
ইজিবাইক সংগ্রাম পরিষদের সাথে নৌকার মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

4:27 pm , May 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সাথে ইজিবাইক সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) রাত ৮ টায় নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইজিবাইক সংগ্রাম পরিষদের ২ নং ওয়ার্ড সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা মার্কার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, সিটি কর্পোরেশন একটি রাষ্ট্রীয় সেবা মূলক প্রতিষ্ঠান। এখানকার সকল ধরনের পেশাজীবী মানুষকে সেবা দেয়াই কর্পোরেশনের কাজ। কিন্তু এখানকার বেলায় তা পরিস্ফুটিত হয়নি। সেরকম ভাবে নাগরিক সুযোগ সুবিধা পায়নি বরিশাল নগরবাসী। বরিশাল সিটির পরিসেবা তো দূরের কথা সিটির অবকাঠামোগত নূন্যতম কোন উন্নয়ন হয়নি। আগামী নতুন প্রজন্মের জন্য নতুন বরিশাল গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহৎ উদ্দেশ্য নিয়ে বরিশালের মানুষের ও এ নগরের উন্নয়নের স্বার্থে আমাকে এখানে পাঠিয়েছেন। সিটি কর্পোরেশন কারো ব্যক্তিগত সম্পত্তিনা। আমি নির্বাচিত হলে এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যৎ দেখতে পান, তিনি দেশবাসীর অনুভূতি বুঝতে পারেন। যে কারনে বরিশালবাসীর জন্য তাকে গুরু দায়িত্ব অর্পনের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। তিনি আমৃত্যু বরিশালবাসীর পাশে থেকে কাজ করে যাওয়ার কথাও বলেন। মেয়র প্রার্থী বলেন, আমরা নতুন বরিশাল গড়বো এটাই হোক আমাদের অঙ্গীকার। এসময় উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেট আফজালুল করিম, কেন্দ্রীয় আওয়ামীলগি নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এ্যাডভোকেট লস্কর নুরুল হক, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, কেবিএস আহম্মেদ কবির কেন্দ্রীয় কৃষকলীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, ইজিবাইক সংগ্রাম পরিষদের ২ নং ওয়ার্ড সাধারন সম্পাদদক রাজু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল ও প্রচার সম্পাদক মোঃ সুমনসহ অন্যন্য নেতৃবৃন্দ। পরে একই স্থানে মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান নুর শুভ এর নেতৃত্বে কয়েকশত ছাত্রলীগ নেতা-কর্মী আওয়ামীলীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল পলিটেকনিক কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT