নগরীতে ২ ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা নগরীতে ২ ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা - ajkerparibartan.com
নগরীতে ২ ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা

4:24 pm , May 25, 2023

পানির নিচে বেশীর ভাগ সড়ক
নিজস্ব প্রতিবেদক ॥ মাত্র ২ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক। নগরীর বেশীর ভাগ রাস্তায় খানাখন্দ ও অনেক রাস্তায় সংস্কার কাজ বন্ধ থাকায় ৪ ঘন্টাও নিষ্কাশন হয়নি মাত্র ২ ঘন্টার বৃষ্টিপাতের পানি। ফলে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বরিশাল আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত নগরীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক কুদ্দুস বলেন, মূলত কাল বৈশাখীর কারনেই এ বৃষ্টিপাত। বৃহস্পতিবার রাত ১ টা পর্যন্ত স্থানীয় নদী বন্দরে ১ নং সংকেত দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন এ ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতের পর নগরীতে শুরু হয় জলাবদ্ধতা। সরেজমিনে ঘুরে নগরীর বেশীর ভাগ সড়ক বৃষ্টির পানিতে নিমজ্জিত থাকতে দেখা গেছে। রাত ১০ টা পর্যন্ত এসব সড়কের পানি নিষ্কাশন হতে দেখা যায়নি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT