২৭ নং ওয়ার্ডে নুরুল ইসলাম প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ উল্লাস ২৭ নং ওয়ার্ডে নুরুল ইসলাম প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ উল্লাস - ajkerparibartan.com
২৭ নং ওয়ার্ডে নুরুল ইসলাম প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ উল্লাস

3:48 pm , May 25, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুল ইসলামের প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকাজূড়ে আনন্দের জোয়ার বইছে। এর আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নুরুলের মনোনয়ন প্রত্যাহার হলে স্থানীয়দের মাঝে হতাশা বিরাজ করে। তার প্রার্থীতা ফিরে পাওয়ায় যেন স্বস্তি পেয়েছে স্থানীয়রা। এনিয়ে তারা এলাকাজুড়ে মিস্টিও বিতরণ করেছেন তারা। এদিকে স্থানীয়রা জানান, নগরীর ২৭ নং ওয়ার্ডে একজন সফল জনপ্রতিনিধিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন মোঃ নুরুল ইসলাম । কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলে। ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে ছিলেন । ওয়ার্ডের রাস্তা-ঘাট থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। ওয়ার্ডের মসজিদ মাদ্রাসায় উন্নয়নে সহযোগীতায় তার ভুমিকা ছিল লক্ষনীয়। জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে তিনি ওয়ার্ডবাসীর কাছে মানবিক কাউন্সিলর বলেও খ্যাতি অর্জন করেন। ওয়ার্ডের স্থানীয়রা আরও জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব কাউন্সিলর নুরুল ইসলাম তার জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছেন। তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যন্নয়োনে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়েছেন। উল্লেখ্য, ২৩ ও ২৪ মে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানিতে নুরুল ইসলামের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। শুনানী করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্দিষ্ট কারন উল্লেখ করে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এরপরে প্রার্থীতা ফিরে পেতে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন মোঃ নুরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথম দিনে প্রার্থীদের আপিলের শুনানি করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT