3:47 pm , May 25, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ বার্ষিক উপহারের অংশ হিসাবে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের কর্ম এলাকা উজিরপুর উপজেলার হারতা, সাতলা ও জল্লা ইউনিয়নের ২১০৩ জন নিবন্ধিত শিশুর মাঝে ছাতা ও রং পেন্সিল বিতরণ করে। ২৪ মে, ২০২৩ তারিখে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব-স্ব ইউনিয়নের ইউপি সদস্যগণ, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ ও শিশু ফোরামের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অভিভাবকবৃন্দকে শিশুদের প্রতি অধিক যতœবান হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন ও সকলে মিলে একটি শিশুবান্ধব সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (উজিরপুর এপি) ও সিআরএসএস এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে সুজিত হালদার (প্রোগ্রাম ম্যানেজার, সিআরএসএস), ডিপল বিশ্বাস (স্পনসরশীপ অফিসার, উজিরপুর এপি), ক্যামেলিয়া ঝিনি (কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার) ও রাকিবুল ইসলাম মাহিন (কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার) । লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং আসন্ন বর্ষা মৌসুমে বিদ্যালয় যাত্রাকে নির্বিঘœ করতে এই উপহার সহায়ক ভূমিকা রাখার বিষয়টি কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন। শিশুরা অত্যন্ত আনন্দ চিত্তে উপহার গ্রহণ করে এবং অভিভাবকবৃন্দ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিআরএসএস-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।