কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ

3:46 pm , May 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন, পূর্ণাঙ্গ উৎসবভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ বাংলাদেশ-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস’র) ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রধান করেছে বাংলাদেশ-কলেজ শিক্ষক-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির শিক্ষক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।
বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি আনোয়ারুল হক এর সভাপতিত্বে ও অধ্যাপক বিপ্লব দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মসিউর রহমান, অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, অধ্যাপক মোঃ কামাল চৌধুরী, দুলাল মজুমদার, আফজাল হোসেন, শাহ আজিজুর রহমান খোকন, অধ্যক্ষ হোসাইন মোঃ ইসরাত প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT