4:49 pm , May 24, 2023

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বরগুনা জেলা ডিবি পুলিশ এ অভিযান করে। আটককৃতরা হলো- ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া গ্রামের মোহাম্মদ মোতালেবের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৩০) ও মোহাম্মদ শানু মোল্লার ছেলে মোহাম্মদ সোহান (৩০)।
ডিবির পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এম বালিয়াতলী ইউনিয়নের আলিশারমোর এলাকায় জহিরুল ও সোহান গাঁজা সরবরাহ করতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।