জেলা প্রশাসক আহবায়ক ॥ কাজি মফিজুল ইসলাম সদস্য সচিব জেলা প্রশাসক আহবায়ক ॥ কাজি মফিজুল ইসলাম সদস্য সচিব - ajkerparibartan.com
জেলা প্রশাসক আহবায়ক ॥ কাজি মফিজুল ইসলাম সদস্য সচিব

4:44 pm , May 24, 2023

বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার এডহক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল আমানতগঞ্জস্থ জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রসার ১৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে আহবায়ক হয়েছেন জেলা প্রশাসক এবং সদস্য সচিব হয়েছেন কাজী মফিজুল ইসলাম। মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৫ মে মোহতামিম মজলিশে আমেলার একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত অগ্রাহ্য করে এককভাবে একটি কমিটি গঠন করা হয়। যা নিয়ে মাদ্রাসায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য গত ২৪ মে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় আগের কমিটি বাতিল করে একটি এডহক কমিটি গঠন করা হয়। সভার বাকি ১৭ সদস্য হচ্ছেন :  জেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ হোসেন চৌধুরী, আজিজুল হক আক্কাস, মাওলানা কাজি আব্দুল মান্নান, মুহাম্মদ শামসুল আলম, সানাউল্লাহ মাহমুদী, সৈয়দ গোলাম মাসউদ বাবলু, আনিস উদ্দিন শহীদ, সৈয়দ আনিসুর রহমান, মোহতামিম জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, নায়েবে মুহতামিম জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, শিক্ষা সচিব  জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, রিয়াজুল কবির, নঈমুল হক মাসুদ, শাহ আলম আনসারী, মাহমুদুল হক মামুন এবং মীর্জা মোহাম্মদ শোয়েবুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT