বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১০ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১০ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ - ajkerparibartan.com
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১০ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ

4:42 pm , May 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১০ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ প্রদান করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের দুই দিন আগে ও ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের ২ দিন মিলিয়ে মোট ৫ দিনের জন্য এই ম্যাজিষ্ট্রেট নিয়োগ প্রদান করা হয়েছে।
ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সচিবালয়ের আইন বিভাগের উপসচিব মোঃ আব্দুস সালাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘নির্বাচনী অপরাধ সমূহ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্য সম্পন্নের নিমিত্তে এসব ম্যাজিষ্ট্রেটদের ৫ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট হিসাবে নিয়োগ প্রদান করা হলো’। দায়িত্বপ্রপাপ্ত ম্যাজিষ্ট্রেটদের প্রয়োজনীয় যানবাহন এবং প্রয়োজনীয় সংখ্যক পুলিশ প্রদানের জন্য বরিশাল জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার কে নির্দেশ প্রদান করা হয়েছে।
১০ জন ম্যাজিষ্ট্রেটের মধ্যে ৭ জন বরিশাল আদালতের, ২ জন  ভোলা ও একজন ঝালকাঠি আদালতের ম্যাজিষ্ট্রেট। প্রসঙ্গত ১ জন ম্যাজিষ্ট্রেট ৩ টি ওয়ার্ডের দায়িত্বে থাকবেন। ভোট গ্রহণের ২ দিন আগে থেকে তারা নগরীতে দায়িত্ব পালন শুরু করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT