4:13 pm , May 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী ইসমত আরা ইকবাল বলেছেন, নারী ও নতুন ভোটারদের ভোট যিনি পাবেন তিনি এবার বরিশাল সিটির মেয়র নির্বাচিত হবেন। আপনাদের গুরুত্ব অপরিসীম। আপনাদের ভোট মহা মূল্যবান। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতা বিবেচনা করা উচিত। আমার স্বামী ইকবাল হোসেন তাপস একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি মানুষের কথা সব সময় চিন্তা করেন। সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করছেন। তিনি আরো বলেন, আমার বড় ছেলে বিদেশী কোম্পানির বড় কর্মকর্তা, ছোট ছেলে পাইলট। তারা তাদের জীবনে সফল হয়েছে। আমার স্বামী তাপসকে আপনারা মেয়র নির্বাচিত করলে আমার সন্তানরা টেন্ডারবাজী ও চাঁদাবাজি করবেনা। আমাদের কোন পিছুটান নেই।
গতকাল মঙ্গলবার ১২ ও ২৩ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেডিসি কলোনীর অলি-গলিতে হাটারও পরিবেশ নেই। এখানকার মানুষদের হাজারো সমস্যায় জর্জরিত। সবাইকে আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনারা আমাদের পাশে থাকুন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, গণ সংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ আলম, হাফিজা আক্তার রিমি, লামিয়া, সঙ্গীতা দাস, শিমু আক্তার।