নির্বাচিত হলে বরিশালে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে -মুফতী ফয়জুল করীম নির্বাচিত হলে বরিশালে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে -মুফতী ফয়জুল করীম - ajkerparibartan.com
নির্বাচিত হলে বরিশালে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে -মুফতী ফয়জুল করীম

4:09 pm , May 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আমি বরিশাল নগরবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। সে হিসেবে বরিশালে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে ইনশাআল¬াহ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর অক্সফোর্ড মিশন রোডে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন শায়খে চরমোনাই।
তিনি বলেন, আমার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক দিয়েছে। সে লক্ষ্যে আমরা রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বরিশালকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
তকাল বিকেলে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড, কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এবং কাউনিয়া মোতাসার বাজার এলাকায় বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT