সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মূল ¯স্রোতধারাকে কোন দিন বিভ্রান্ত করা যায়নি – আমু এমপি সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মূল ¯স্রোতধারাকে কোন দিন বিভ্রান্ত করা যায়নি - আমু এমপি - ajkerparibartan.com
সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মূল ¯স্রোতধারাকে কোন দিন বিভ্রান্ত করা যায়নি – আমু এমপি

4:09 pm , May 23, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ঝালকাঠিতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক ব্যাক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিতি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সার্কিট হাউস হলরুমে ‘মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক’ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, প্রথম সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছিলো বৃটিশ সা¤্রাজ্যবাদ। এই দেশকে শাসন এবং শোষণ করার জন্য দ্বি-জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলো তারা। তিনি আরও বলেন, দাঙ্গা বা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মূল ¯্রােতধারাকে কোন দিন বিভ্রান্ত করা যায়নি।রাজনৈতিক কারণে বিভিন্ন সময় আমাদের অঞ্চলে দাঙ্গা সৃষ্টি হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি বলেও মন্তব্য করেন এ প্রবীণ নেতা। ঝালকাঠি সার্কিট হাউজে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে পুলিশ সুপার মো: আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, ইসলামী ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো: মশিউর রহমান, বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব ও ঝালকাঠি ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত) মিলন চাকমা, জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিল, সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব সভাপতি কাজি খলিলুর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ঝালকাঠি মো: মহিতুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ নেতা কামাল শরীফ ও ইলেট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী। দিনব্যাপী এ প্রশিক্ষণে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের শতাধিক প্রতিনিধি অংশ নেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT