4:05 pm , May 23, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়হীনতার অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, যতদিন যাচ্ছে নির্বাচন নিয়ে তত শঙ্কা বাড়ছে। পরিবেশ প্রতিদিন বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান। তিনি বলেন,আপনারা সব দেখছেন। হুন্ডা আর গুন্ডাবাহিনীর অপতৎপরতায় নগরবাসী আতঙ্কিত। তিনি বরিশালবাসীকে জেগে উঠতে বলেন। ২৩ মে ২০২৩ মঙ্গলবার জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের পক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত এ্যাড এম এ জলিল, মাকিতুর রহমান কিসলু, এ্যাড বশির আহমেদ সবুজ, নজরুল ইসলাম হেমায়েত, মনজুরুল আলম খোকন, এ্যাড কে.এম জুবায়ের, অধ্যাপক গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, হাওলাদার মোঃ জাহিদ, মিরাজ খান প্রমুখ।