4:29 pm , May 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ সাড়ে ৪ বছর পর নিজের চেয়ার পুনঃউদ্ধার করলেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব আহমেদ। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের বর্তমান সভাপতি গোলাম মাসরেক বাবলু নিজ পদ থেকে পদত্যাগ করায় এই শুন্য পদে মালিক সমিািতর সদস্য ও শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সমর্থনে তাকে সভাপতি পদে কো অপ্ট বা অন্তুভুক্ত করা হয়। সভাপতি হওয়ার বেশকিছু দিন পরেই গতকাল অভিষেক সভা করেছেন আফতাব আহমেদ। সোমবার বেলা ১১ টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক সমিতি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বাস মালিক গ্রুপের সকল নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গুরুত্বপূর্ন বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে বাস টার্মিনালের আইন শৃঙ্খলার উন্নয়ন, সকল প্রকার দখল দারিত্বের অবসান ও বহিরাগত সন্ত্রাসীদের অবাধ বিচরন বন্ধ, অতিরিক্ত ও জোড়পূর্বক চাঁদা বন্ধ করা, যাত্রী ও সাধারন মানুষদের সাথে খারাপ আচরন বন্ধ করা, সামাজিক অপকর্ম ও চাঁদাবাজীর সাথে জড়িত সকল শ্রমিকদের স্থায়ী বহিস্কার এবং বাস টামিনালের মধ্যে সিটি করপোরেশনের অনুমোদন ব্যতীত কোন দোকান থাকতে পারবে না। এ বিষয়ে নতুন সভাপতি আফতাব আহমেদ বলেন কমিটিতে সভাপতির পদ শূন্য হওয়ায় মালিকসহ সংশ্লিষ্ট সকলের অনুরোধে আমি সভাপতির দায়িত্ব নিয়েছি। এজন্য গতকাল কমিটি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দকে নিয়ে একটি সভা করেছি।
সভায় আমি টার্মিনালের সার্বিক পরিস্থিতি উন্নয়নে, চাঁদাবাজী বন্ধে ও যাত্রী সেবার মান উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা করেছি। আমার প্রস্তাবনা সবাই সমর্থন করেছে। আমি চেষ্টা করব সকলকে নিয়ে এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা। আর এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা সম্ভব হলে টার্মিনালের সার্বিক বিষয়ে ব্যাপক পরিবর্তন আসবে। নথুল্লাবাদ বাস টার্মিনালে কোন ধরনের চাঁদাবাজী ও যাত্রী হয়রানী থাকবেনা বলে জানান তিনি।