4:27 pm , May 22, 2023

আগামী ২৫ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন
ভোলা অফিস ॥ ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের উপ-নির্বাচনকে কেন্দ্র করে সাধারন ভোটারদের মাঝে তীব্র আতংক বিরাজ করছে। হুমকিতে অস্থির এলাকাবাসী। কেন্দ্রে যেতে অনীহা এসব ভোটারদের। দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের উপ নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী একক ভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। অপর প্রার্থীদের দেখা যাচ্ছে পোস্টারে। সাধারন ভোটাররাও মুখ খুলতে রাজি হচ্ছে না তেমন একটা। লেজপাতা গ্রামের চৌমহনী বাজারে ব্যবসায়ীরা বলেন, সাধারন মানুষ কেন ভোট দিতে যাবে। আমরা যাবার আগেই শুনবো ভোট হয়ে গেছে। প্রশাসন তো আমাদের নিরাপত্তা দিবে না। রাস্তার মোড়ে মোড়ে বাঁধা দিবে আর হামলা চালাবে বলে আগ থেকেই ঘোষনা দিচ্ছে জানিয়েছেন দুইকৃষক। হাজীরহাট যেতেই রাস্তার মোড়ে কথা হয়, তাদের সাথে। চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প, পোস্টার, প্রচারনা চালাচ্ছে আর বাকীদের কাউকে মাঠেই নামতে দিচ্ছে না। মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামীলীগ থেকে ২ জন, স্বতন্ত্র ২ জন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন রয়েছেন। সোমবার সরেজমিন দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মারা যাওয়ায় শুধুই চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরেজমিন ইউনিয়নের কাজীরহাট গেলে দেখা যায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অর্থ-বিষয়ক সম্পাদক আব্দুল হাই সভা করছেন। তার আগেই নৌকার বিপক্ষের এক সমর্থককে বাজারে লাঞ্চিত করা হয়। এছাড়া বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় সব সময় মটরসাইকেল ও মাইক্রো নিয়ে মহরা দিচ্ছে বলে সাধারন ভোটাররা অভিযোগ করেন। প্রশাসনের কোন লোকজন না থাকায় আতংকটা একটু বেশি। সন্ধ্যার পরে পুলিশের দুইজন সদস্যকে দেখা যায়। নিরাপত্তার কারনে কারো নাম ব্যবহার করা হচ্ছে না। তবে সাধারন ভোটারদের দাবী নির্বাচনের পরিবেশ সৃস্টি না হলে তারা কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন। যদিও এই ইউনিয়নের ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। এ বিষয় এলাকায় কোন ধরনের সচেতনতা সৃস্টি করার বিষয় নজরে আসেনি। অনেক ভোটার জানেন না কি ভাবে ভোট দিতে হয়।