পানি সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেননি -এপিএস তানভিরুল ইসলাম পানি সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেননি -এপিএস তানভিরুল ইসলাম - ajkerparibartan.com
পানি সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেননি -এপিএস তানভিরুল ইসলাম

4:26 pm , May 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আচরনবিধি মেনেই ঝালকাঠিতে চলমান উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে এসেছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। দুই দিনের সরকারি সফরে বরিশাল জেলায় তিনি আসলেও তার নিজ সংসদীয় আসনে আসেননি বলেও নিশ্চিত করেছেন এপিএস তানভীরুল ইসলাম। এছাড়াও তার সাথে থাকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, ঝালকাঠিতে নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করা সহ চলমান উন্নয়ন প্রকল্পের কাজের দিক নিদর্শনা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি নিশ্চিত করে বলেন, প্রতিমন্ত্রী ঝালকাঠিতেই অবস্থান করেছেন অথচ কিছু মিডিয়ায় প্রচার করা হয়েছে তিনি নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বরিশাল সিটির নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জাপার মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ১৯ মে রিটার্নিং অফিসার বরাবর পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনে অভিযোগ দেন। নির্বাচনী প্রচার প্রচারনার প্রসঙ্গে অভিযোগ করেন। বেসরকারি একটি টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ‘পানিসম্পদ প্রতিমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি লংঘন করে সিটি নির্বাচনে প্রচার প্রচারনা চালিয়েছেন। অথচ টিভি চ্যানেলে যে ফুটেজ ব্যবহার করা হয়েছে তা পানিসম্পদ প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই বিনা অনুমতিতে নিয়ে প্রচার করা হয়েছে বলে জানান পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ তানভীরুল হক । অভিযোগ উঠেছে,অন্য প্রার্থীদের প্ররোচনায় অতি উৎসাহে  পানিসম্পদ প্রতিমন্ত্রী কে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এবিষয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আহমেদ রুবাইয়াত ইফতেখার বলেন,  জাতির বিবেক হচ্ছেন সাংবাদিকরা। শুধু মাত্র একটি অভিযোগের ভিত্তিতে একজন প্রতিমন্ত্রীকে নিয়ে নিশ্চিত না হয়ে সংবাদ প্রকাশ করাটা ঠিক হয়নি। তাদের প্রকৃত ঘটনা অনুসন্ধান পূর্বক প্রকৃত সত্য ঘটনাটি তুলে ধরা উচিত ছিলো। তাছাড়া বাংলাদেশ সচিবালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের এর কার্যালয় থেকে (৪২.০০.০০০০.০০৫.২৫.০০১.২৩.৩৩৮ নং স্মারক)  ১৮ মে প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূর আলম স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ্য করা হয় ‘১৯ মে শুক্রবার দুপুর ১২ টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়ন রেষ্ট হাউজে উপস্থিতি এবং পাউবো কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন যার ব্যবস্থাপনায় বরিশাল / ঝালকাঠি পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বরিশাল পাউবোর প্রধান প্রকৌশলী তারাও বিষয়টি অবগত আছেন তার অবস্থানের বিষয়। বরিশাল সদর আসনে বিগত ২৫ বছরে তেমন কোন উন্নয়ন হয়নি। তবে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম নৌকা প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর পরই প্রধানমন্ত্রী তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন। যে কারনে তিনি তার সংসদীয় আসনসহ সারাদেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সকল কার্যক্রম পরিচালনায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। এ কারণে দলমত নির্বিশেষে বরিশালে তার  বিশাল একটি ভোট ব্যাংক তৈরী হয়েছে। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তার বলয়ে থেকেই বরিশালের রাজনীতিতে প্রবেশ করায় এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীর ক্লিন ইমেজের কারনে ভোটের আগেই নৌকার প্রার্থীর জোয়ারে অন্যান্য প্রার্থীরা ভেসে যেতে পারেন এই আশঙ্কায় তার নামে মিথ্যা অভিযোগ এনেছেন। মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন,  পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশালের রাজনীতি এবং জনগণের কাছে আস্থার প্রতীক। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন  নির্বাচনে আওয়ামী লীগ দমনোনীত প্রার্থীর স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা তারই একটা অংশ বিশেষ। আমি পানিসম্পদ প্রতিমন্ত্রী কে নিয়ে একটি প্রতিবেদন দেখেছি কিন্তু প্রকৃতপক্ষে এর কোন ভিত্তি নেই। মূলত তার জনপ্রিয়তাকে ভয় পেয়েই বিরোধী প্রার্থীরা মিথ্যা অভিযোগ করেছেন। ঝালকাঠির একটি মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে  বের হওয়ার একটি ফুটেজ ব্যবহার করে সংবাদ প্রকাশ করানো হয়েছে। এ বিষয় সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উম্মোচনের দাবী জানান এই যুবলীগ নেতা।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য বরিশাল সদরে অবস্থান করলে নিয়ম অনুযায়ী সরকারিভাবে তার সফরসূচি পেতাম। তিনি যেহেতু ঝালকাঠি জেলায় তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাজে গিয়েছেন সেক্ষেত্রে ঝালকাঠির জেলা প্রশাসক  বিষয়টি আরো সুস্পষ্টভাবে বলতে পারবেন। এবিষয়ে বেসরকারি টেলিভিশনের দায়িত্বরত সাংবাদিক জানান, নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT