ময়লার ভাগারকে ফুলের বাগানে রুপ দিয়ে প্রশংসায় ভাসছেন শাহিন সিকদার ময়লার ভাগারকে ফুলের বাগানে রুপ দিয়ে প্রশংসায় ভাসছেন শাহিন সিকদার - ajkerparibartan.com
ময়লার ভাগারকে ফুলের বাগানে রুপ দিয়ে প্রশংসায় ভাসছেন শাহিন সিকদার

4:23 pm , May 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পরেশ সাগর মাঠ। বরিশালের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এই মাঠের ভেতর সহ আশপাশ ঘিরে আছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন-সকাল বিকেল শরীর চর্চার পাশাপাশি বিনোদন প্রেমিদের উপস্থিতিও কোন  অংশে কম নয় এখানে। অথচ ঐতিহ্যবাহী এই স্থানটি এতদিন ছিলো বলতে গেলে ময়লার ভাগার। নগরের তিনিটি ওয়ার্ডের ময়লা এনে ফেলা হতো পরেশ সাগর মাঠে। বড় ডাস্টবিন স্থাপনেরও উদ্যোগ নিয়েছিলো বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহিন সিকদারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভেস্তে গেছে সিটি কর্পোরেশনের উদ্যোগ। ময়লার ভাগারকে রুপ দেয়া হচ্ছে ফুলের বাগানে। স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে ময়লা ফেলার স্থানে ফুলের গাছ লাগিয়েছেন যুবলীগ নেতা শাহিন সিকদার। রোববার ২১ মে পরেশ সাগর মাঠে ময়লা ফেলার স্থানে ফুলের গাছ লাগানোর কার্যক্রমের উদ্বোধন করেণ তিনি। তার এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসীন্দাসহ সচেতন নাগরিকরা। দীর্ঘ বছর ধরেই ১৬ নম্বর ওয়ার্ডে সমাজসেবা মূলক কাজের সাথে জড়িত আছেন কাউন্সিলর প্রার্থী শাহিন সিকদার। পকেটের টাকা খরচ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।  তার ওয়ার্ডের আওয়াধীন পরেশ সাগর মাঠটি দীর্ঘদিন ধরেই ছিলো অবহেলিত। খেলাধুলার পরিবর্তে এখানে চরানো হতো গরু ছাগল, ফেলা হতো ময়লা। সড়ক বাতির অভাবে এলাকাটি থাকতো অন্ধকারে নিমজ্জিত। ২০১৩ সালে আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হলে অনেক অনুরোধ করে ৮টি সোলার লাইটের ব্যবস্থা করা হয়। বাকী বৈদ্যুতিক খুটিতে নিজ অর্থায়নে  লাইটের ব্যবস্থা করেন শাহিন সিকদার। ২০২২ সাল থেকে ১৫, ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের  ময়লা ভ্যানে করে এনে পরেশ সাগর মাঠ ও এর আশপাশে এনে ফেলা শুরু করে বিসিসির পরিচ্ছন্ন কর্মীরা। অথচ সিএন্ডবি রোড টিটিসির সামনে ময়লা ফেলার জন্য বড় ডাস্টবিন রয়েছে। বিষয়টি এতদিন নজরে আসলেও নানা প্রতিবন্ধকতার কারণে এই অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হন যুবলীগ নেতা শাহিন সিকদার। বিশেষ করে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শুরু থেকেই কোনঠাসা করে রেখেছিলেন এই যুবলীগ নেতাকে। এলাকায় ইতিবাচক কোন কাজ করতে গেলেই সেখানে বাধা হয়ে দাঁড়াতেন মেয়র সাদিক। মনোনয়ন থেকে সাদিক আব্দুল্লাহ ছিটকে পড়ার পর আগের মত সমাজসেবা মূলক কাজে গতি ফিরেছে শাহিনের। বিশেষ করে আবুল খায়ের আব্দুল্লাহর মত একজন পরিচ্ছন্ন মেয়র প্রার্থী পাওয়ার পরই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন ডাস্টবিন বন্ধ করে ফুলের বাগান করার কার্যক্রমের মধ্য দিয়ে। শাহিন সিকদার অভিযোগ করে বলেন, এখানে কিছু লোক রাজনীতিটাকে ব্যক্তি বন্ধনার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। কে কতটুকো কাজ করলো সেই হিসেব না করে কে কার লোক হতে পেরেছেন এই হিসেব করার কারণেই আজকের এই অবস্থা।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর মত একজন ক্লীজ ইমেজের প্রার্থীকে মূল্যায়নের পাশাপাশি কর্মগুনে তাকেও ভোটাররা কাউন্সিলর নির্বাচিত করবেন বলে প্রত্যাশা করেণ যুবলীগের এই নেতা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT