3:59 pm , May 21, 2023

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ আধুনিকতার কারণে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর ও বন্দরে কমে গেছে ডাক বাক্সের ব্যবহার। এখন ডাকঘর আর ডাক বাক্স থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে। পোস্ট অফিসের ডাক পিয়নদের এখন আর তেমন চিঠি বিলি করতে দেখা যায় না।এখন হাতের নাগালে রয়েছে বিভিন্ন কোম্পানির কুরিয়ার সার্ভিস আর মোবাইল ফোন। বাজারে এসেছে বিভিন্ন ফোন কোম্পানির নানা অফার। সকাল নয়, সন্ধ্যা নয় অফার গুলো সারা রাত-দিন কর্মব্যস্ত করে রেখেছে অনেক প্রিয় জনকেও। দ্রুত চিঠিপত্র আদান প্রদানে এখন বিভিন্ন কোম্পানির কুরিয়ার সার্ভিসকে অনেকে যথেষ্ট মনে করেন। তাই তাদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না ডাক বিভাগ। অথচ এই ডাক বিভাগ দিচ্ছে নানা সেবা। কোথায় কোথায় ডাকবাক্স রয়েছে সে খোঁজখবর আর কেউ রাখেনা। কারণ চিঠি আর পড়ে না ডাকবাক্সে। সংবাদ কর্মী মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে ইন্টারনেট যুগে চিঠির ব্যবহার কমে গেছে। সবাই ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছে। উপজেলা পোস্টমাস্টার উত্তম কুমার শিকদার বলেন, বাক্সে চিঠিপত্র তেমন একটা আসেনা। শুধুমাত্র উপজেলা পোস্ট অফিসের সামনে একটি চিঠির বক্স রাখা হয়েছে।