3:58 pm , May 21, 2023
মাছুম বিল্লাহ, বরগুনা ॥ বরগুনা সদর চর কলোনি নিবাসী মৃত মোহাম্মদ সিকান্দার হাজীর ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৮)গত ১৮/৫/২৩ বিকেল ৫টার সময় খাকদন নদীতে মাছ ধরতে যায়। সন্ধ্যার পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা খোঁজাখুঁজির পর রাসেলকে না পেয়ে বরগুনার ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার তৎপরতায় ব্যর্থ হয়। একপর্যায় একদিন পর লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় আত্মীয়-স্বজনের কান্নার আহাজারিতে এলাকা ভারি হয়ে ওঠে।লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার জেনারেল হাসপাতালের ডোম ঘরে রাখা হয়। মৃত রাসেলকে পরিবারের অনুরোধে ডিসি মহোদ্বয়ের মাধ্যমে ময়নাতদন্ত না করে লাশ দাফনের নির্দেশ দেয়। পরিবারের সাথে কথা বলে জানা জানা যায় রাসেলের পূর্ব থেকেই মৃগী রোগ ছিল।হয়তো এই কারণে রাসেলের মৃত্যু হতে পারে।তবে তার কোন শত্রু আছে কিনা জিজ্ঞেস করা হলে তারা কাউকে দোষারোপ করছে না। গত ১৯/৫/২৩ তারিখ রাত ১২ টার সময় জানাজা শেষে বরগুনার গনকবরে তার বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।