ঈদের আগেই শেষ হবে সড়ক প্রশস্তের কাজ ঈদের আগেই শেষ হবে সড়ক প্রশস্তের কাজ - ajkerparibartan.com
ঈদের আগেই শেষ হবে সড়ক প্রশস্তের কাজ

3:57 pm , May 21, 2023

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ-উল-আজহার পূর্বেই বরিশাল নগরীর সড়ক প্রশস্তের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। তিনি বলেন, সড়ক প্রশস্তের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং তা ঈদের পূর্বে শেষ হবে বলে আশা রাখছি। তিনি গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একথা বলেন। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা গতকাল সকালে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে পারে। এজন্য আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে। সভায় বানারীপাড়া পৌরসভার মেয়রসহ জেলা পর্যায়ের দপ্তর প্রধানরা অংশ নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT