বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মান্নাসহ ১৩ জনের জামিন না মঞ্জুর বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মান্নাসহ ১৩ জনের জামিন না মঞ্জুর - ajkerparibartan.com
বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মান্নাসহ ১৩ জনের জামিন না মঞ্জুর

3:56 pm , May 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নৌকার কর্মীদের পিটিয়ে জখমের মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়কসহ ১৩ জনের জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত। রোববার বরিশাল মহানগর বিচারিক হাকিম আদালতে তার জামিনের আবেদন করেন আইনজীবী। বিচারিক হাকিম আল ফয়সাল জামিনের আবেদন না মঞ্জুর করে পরবর্তি দিন ধার্য্য করেছেন বলে জানিয়েছেন আদালতের (জিআরও) এসআই মো. হুমায়ন কবির। তিনি জানান, আজ আদালতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৩ জনের জামিন ও মামলার তদন্তকারী কর্মকর্তার রিমা-ের আবেদনের শুনানী দিন ধার্য্য ছিলো। মহানগর হাকিম জামিন ও রিমা-ের আবেদন না মঞ্জুর করেছেন। এসআই হুমায়ন কবির বলেন, আগামী ৬ জুন পুলিশী প্রতিবেদনের জমা দেয়ার দিন ধার্য্য করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ কারান্তরীন ১৩ জনের জামিন চেয়ে আবেদন করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর। গত ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশশ্মানের সামনে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মারধর করা হয়। এতে আহত হয়ে তিনজন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ জন ও র‌্যাব তিনজনকে আটক করে। হামলায় গুরুতর আহত নৌকার কর্মী মনা আহম্মেদ বাদী হয়ে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন। মামলা মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক ও নগরীর ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রইজ আহম্মেদ মান্নাসহ নামধারী ২১ জন অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলায় আসামীদের বিরুদ্ধে বেআইনী জনতায় পথরোধ করে খুনের উদ্দেশ্যে সাধারন ও গুরুতর জখম করাসহ হত্যার হুমকি ও সহায়তা করার অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী অভিযোগ এনেছেন, সোহাগ নামে এক নৌকার কর্মীকে গত ৭ মে অস্ত্র, রামদা, হকিষ্টিক প্রদর্শন করে হুমকি দিয়েছে। গত রোববার সন্ধ্যায় কাউনিয়া মহাশশ্মান এলাকায় নৌকার প্রচারনা করতে যান। এ সময় মামলার প্রধান আসামী মান্নার হুকুমে তার ছোট ভাই নাদিম পিস্তল মাথায় আঘাত করে। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয়। এ সময় অন্যান্য আসামীরা তাকেসহ হালিম ও জাহিদকে রড ও হকিষ্টিক দিয়ে এলোপাতারিভাবে পিটিয়ে আহত করেছে। পরে কখনো ২ নং ওয়ার্ডে নৌকার প্রচারনা করার হুমকি দেয়। একই সাথে নৌকার প্রচারনা করলে হত্যার হুমকি দিয়েছে আসামীরা। কারান্তরীন মামলার অন্য আসামীরা হলেন- নগরীর ২নং ওয়ার্ডের বাসিন্দা রইজ আহমেদ মান্নার ছোট ভাই রিসাদ আহম্মেদ নাদিম (২৫), আর আর এফ পুলিশ লাইনস এলাকার বাসিন্দা পারভেজ হাওলাদার (৩২), নগরীর ১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা শান্ত ইসলাম (২৪), ১ নম্বর ওয়ার্ড কাউনিয়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান সম্পদ (৩০), একই এলাকার মিজানুর রহমান শাওন (২৫), নগরীর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুন হাওলাদার (৩৬), ১ নম্বর ওয়ার্ডের আল আমিন হাওলাদার (২৮), একই এলাকার রাসেদ হাওলাদার (২৫), কাউনিয়া প্রথম গলির বাসিন্দা ইমরান হোসেন সজিব (৩০), কাউনিয়া জানুকি সিংহ রোডের ফাহিম (২২), কাউনিয়া কালাখার বাড়ীর সুমন হাওলাদার (২৯) এবং ২ নম্বর এলাকার নান্টু সন্যামত (৫৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক হরিদাস নাগ প্রত্যেককে ৫ দিনের রিমা-ে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT