3:55 pm , May 21, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবীতে ঢাকায় আজ মহাসম্মেলন ডেকেছে আমরা একাত্তর সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে বরিশালের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সমন্বয়ক হেলাল ফয়েজি। চুকনগরের গণহত্যা পোস্টার এখন তাই বরিশালের অলিগলিতে। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত এর নির্বাচনী কার্যালয়েও শোভা পাচ্ছে এই পোস্টার। মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত তার সব প্রচারণা কার্যালয়ে এই পোস্টার লাগাতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।। বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে তিনিও এখন এই আন্দোলনের একজন সম্মানিত সাথী। এ উপলক্ষে তাকে সহ বরিশালবাসীকেও এই সম্মেলনে উপস্থিত থাকার নিমন্ত্রণ জানান নেতৃবৃন্দ। সোমবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল মিলনায়তনে আমরা একাত্তর এর জেনোসাইড বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধান সমন্বয়ক হিলাল ফয়েজী সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নিমন্ত্রণ জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমরা একাত্তর-এর চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান। সাবেক ডাচ এমপি ও মানবাধিকার কর্মী হ্যারি ভ্যান বোমেল, আর্মস্টার্ডার্ম এর ভ্রিজে বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. এ্যানথনি হলসল্যাগ, যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক ক্রিস ব্ল্যাকবার্ন, ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (ইবিএফ)-এর যুক্তরাজ্য শাখার সভাপতি আনসার আহমেদ উল্লাহ এবং ইবিএফ এর নেদারল্যান্ডস শাখার সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়াসহ দেশ-বিদেশে অবস্থানরত জেনোসাইড বিশেষজ্ঞ, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ব্যক্তিত্ব, শহীদ সন্তান ও শহীদ পরিবারের সদস্যরা এ সম্মেলনে উপস্থিত থাকবেন।