বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড কাউন্সিলর হচ্ছেন এ্যাড. রফিকুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড কাউন্সিলর হচ্ছেন এ্যাড. রফিকুল ইসলাম খোকন - ajkerparibartan.com
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড কাউন্সিলর হচ্ছেন এ্যাড. রফিকুল ইসলাম খোকন

3:54 pm , May 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৭ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচত হচ্ছেন এ্যাড. রফিকুল ইসলাম খোকন। রোববার বিকেলে এ ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। ওয়ার্ডে একমাত্র এ্যাড. রফিকুল ইসলাম খোকন প্রার্থী হিসেবে রয়েছেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাটিত হচ্ছেন তিনি। তবে এখনই তাকে নির্বাচিত ঘোষনা করা হবে না বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, ৭ নম্বর ওয়ার্ডে দুই জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিকেলে এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করা হয়েছে।মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। ওই দিন আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষনা করা হবে। আবেদন প্রত্যাহার করা শেখ মো. আলম বলেন, বিকেল তিনটায় মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করেছেন। স্ব-ইচ্ছায় আবেদন প্রত্যাহার করছেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে এ্যাড. রফিকুল ইসলাম খোকন বলেন, এ ওয়ার্ডে দুই জন প্রার্থী ছিলেন। এর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। একজন প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বরিশাল জেলা আইনজীবী সমিতির দুই বারের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন বর্তমানে এ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। বরিশাল আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন তিনি। বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন এ্যাড. রফিকুল ইসলাম খোকন। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ট অনুসারী হিসেবে পরিচিত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT