দুইপ্রার্থীর কেউ সিটির বাসিন্দা না -তাপস দুইপ্রার্থীর কেউ সিটির বাসিন্দা না -তাপস - ajkerparibartan.com
দুইপ্রার্থীর কেউ সিটির বাসিন্দা না -তাপস

3:54 pm , May 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীর প্রার্থী খুলনায় স্থায়ীভাবে বসবাস করতেন। ইসলামি আন্দোলন প্রার্থী চরমোনাই এর স্থায়ী বাসিন্দা। তারা দুজন কেউ সিটির বাসিন্দা না। যাদের সাথে নগরবাসীর নারীর সম্পর্ক নেই, তারা কিভাবে নগরের সাধারণ মানুষের সেবা করবেন। জনগণের ভোট নিয়ে কেউ খুলনায় অফিস করবেন। কেউ আবার সিটি কর্পোরেশনের হেড কোয়ার্টার চরমোনাই নিয়ে যাবেন। তাদের কথায় ভোট না দিয়ে বরিশালের সন্তানকে ভোট দিন। আমার ছেলেবেলা ও যৌবন আপনাদের সাথে কেটেছে। বরিশালের মাটির গন্ধ নিয়ে আমি বড় হয়েছি। এই মাটিতে আমি ঘুমাতে চায়।আমি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে নগরের সেবক হতে চায়।আমি কোনদিনও আপনাদের ছেড়ে চলে যেতে পারবো না। রোববারে নগরীর ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বরিশালে রিটার্নিং কর্মকর্তা একপক্ষের কথা শোনেন। তিনি আমাদের চোখে দেখেন না। আমরা বার বার তার অপসারন চেয়েছি। আমাদের কথা কেউ শুনছেন না। তাকে দিয়ে একটি পক্ষ পাড়ি জমাতে চায়। সে সুযোগ আমরা হতে দিবো না। তিনি বরিশালবাসীকে জেগে উঠতে বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এম এ জলিল, আক্তার রহমান সপ্রু,অধ্যাপক গিয়াসউদ্দিন, নজরুল ইসলাম, মহানগর ছাত্র সমাজের আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ, ৬নং ওয়ার্ড সভাপতি হারিছুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মিঠু হাওলাদার, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক সিকদার মোঃ ইউনুস, আলী হোসেন, আবু মিয়া, বেল্লাল হোসেন, জিসান সহ স্হানীয় মুরুব্বি ও দলীয় নেতাকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT