সার্কিট হাউজের অধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন সার্কিট হাউজের অধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন - ajkerparibartan.com
সার্কিট হাউজের অধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

3:53 pm , May 21, 2023

ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক ॥ তিন কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৪৫১ টাকা ব্যয়ে গতকাল বরিশাল সার্কিট হাউজের সংস্কার ও আধুনিকায়ন কাজ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মেইন গেট ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়ালি যুক্ত থেকে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন গতকাল দুপুরে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন সার্কিট হাউজে অনুষ্ঠানের আয়োজন করে।উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একদিকে পদ্মাসেতু অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বরিশালের গুরুত্ব অনেক বেড়েছে। এজন্য বরিশাল সার্কিট হাউজে শুধু দেশি গণ্যমাণ্য  ব্যক্তিরা নয় বিদেশীদেরও আগমন বেড়েছে।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানসহ আট বিভাগের বিভাগীয় কমিশনার। বরিশাল প্রান্তে যুক্ত ছিলেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয় সার্কিট হাউজের অভ্যন্তরে দক্ষিণ পার্শ্বের গেইটসহ নিরাপত্তা বেষ্টনি নির্মাণ ও সৌন্দর্যবর্ধন ব্যয় ২৫ লাখ টাকা। সার্কিট হাউজের স্যালুটিং ডায়াস এবং প্যারেড গ্রাউন্ড পুনঃনির্মাণ ওয়াল রংকরণ ব্যয় ১৭ লাখ ৯২ হাজার ৯৫ টাকায়। কক্ষ আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যয় ৪২ লাখ ৬০ হাজার ৯০৩ টাকা। দ্বিতীয় তলার দুইটি ভিআইপি কক্ষ আধুনিকায়ন ব্যয় এক কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় তলার দুইটি ভিআইপি কক্ষ আধুনিকায়ন ব্যয় এক কোটি ২৩ লাখ টাকায় সম্পন্ন করা হবে। এছাড়া ৬৭ লাখ ৬১ হাজার টাকায় গেইট ও রাস্তা নির্মাণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT