গ্লোবাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গ্লোবাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - ajkerparibartan.com
গ্লোবাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

4:23 pm , May 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গ্লোবাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের ২৩২ ব্যাচের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডঃ আনিসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন পৃথিবীর সর্বত্র বিরাজমান। আইন ছাড়া কোন সভ্য জাতি চলতে পারে না। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের অনেকেই আইনের ছাত্র ছিলেন। এমনকি মহান স্রষ্টার সকল সৃষ্টি নির্দিষ্ট আইনের মাধ্যমে পরিচালিত হয়। তাই আইন একটি একটি গুরুত্বপূর্ন বিষয়। ভার্সিটির আইন বিভাগের প্রধান রাসিদ নাহিয়ান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর তপন কুমার বল, রেজিষ্টার প্রফেসর একেএম এনায়েত হোসেন। সম্মানিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ?জেলা জজ কোর্টের সহকারী জজ জনাব পরাণ ঢালী। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন, আইন বিভাগের লেকচারার হাসান নাফিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT