দখলবাজীর নগ্ন উৎসব চলছে : তাপস দখলবাজীর নগ্ন উৎসব চলছে : তাপস - ajkerparibartan.com
দখলবাজীর নগ্ন উৎসব চলছে : তাপস

4:22 pm , May 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, দখলবাজীর নগ্ন উৎসব চলছে। ভাতিজার আমলের মাছবাজার, লঞ্চ ঘাট,স্পীডবোট ঘাট,বাসস্ট্যান্ড চাচার বাহিনী নমিনেশন পাওয়ার পর দখল করে নিয়েছে। বিগত ৫ বছর দিনের অফিস রাতে বাসভবনে করেছেন আগামীতে কোথায় অফিস করবেন তা সময় বলে দেবে। তারা নির্বাচন করতে আসেনি দখল করতে এসেছে। ২০ মে নগরের অক্সফোর্ড মিশন রোড জাতীয় পার্টির নির্বাচনী প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয়  মজিবর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল,  এম এ জলিল, বাবুল সিকদার,বাচ্চু সিকদার, আক্তার হোসেন, কামাল সিকদার ও আমির হোসেন সোহেল। দুপুরে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর বাসভবনে নির্বাচনী নীতি নির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গভীর উদ্বেগের সাথে নেতৃবৃন্দ বলেন, সরকারী দল নির্বাচনী আচরণ বিধি তোয়াক্কা না করে খেয়াল খুশি মত পথ চলছেন। বরিশালে মন্ত্রী, এমপিরা ঘুরছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনার ব্যাবস্থা না নিয়ে প্রশাসন তাদের প্রটোকল দিচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে না পারলে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানান তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT