নৌ-বন্দর থেকে পড়ে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার নৌ-বন্দর থেকে পড়ে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার - ajkerparibartan.com
নৌ-বন্দর থেকে পড়ে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

4:21 pm , May 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নৌ-বন্দরের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টার দিকে কিশোরী সাথী (১২) পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে পন্টুনের দক্ষিন পাশে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার হয়েছে। বরিশাল নৌ-বন্দর এলাকার পথশিশু সাথী ভোলা সদরের মধ্য গুচ্ছগ্রাম এলাকার মো. বশিরের কন্যা। বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার বিকেলে নৌ-বন্দরের পন্টুনে সাথীসহ আরেক কিশোর খেলতে ছিলো। এ সময় পা পিছলে দুই জন নদীতে পড়ে যায়। এর মধ্যে কিশোরকে উদ্ধার করা হলেও নিখোঁজ হয় সাথী। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস নদীতে তল্লাশী করেছে। কিন্তু সাথীর সন্ধান পাওয়া যায়নি। শনিবার লাশ ভেসে উঠার পর উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি জলিল আরো জানান, কিশোরীর বাড়ি ভোলায় হলেও নৌ-বন্দর এলাকায় থাকতো। তারা পথশিশু হিসেবে পরিচিত। তার উত্তরাধিকারীর সন্ধান করছি। কিন্তু ঠিকানায় তাদের পাওয়া যায়নি। পেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. এনামুল হক সুমন বলেন, সাথী ও আরও একটি পথ শিশু (ছেলে) নদীতে পড়ে পন্টুনের নীচে চলে যেতে থাকে। সে নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়, তবে সাথী নিখোঁজ হয়।
পথশিশু চাঁদনী জানান, পন্টুনের পাশে আসলাম, জনিসহ অনেকেই বসা ছিলাম। হঠাৎ করে নাঈম পেছন থেকে আসলাম ও সাথীকে ধাক্কা দেয়। ওই সময় আসলাম সাঁতরে তীরে উঠলেও সাথী সাঁতার না জানায় ডুবে যায়। তবে সঙ্গে সঙ্গে আমরা নদীতে ঝাপ দিয়ে সাথীকে উদ্ধারের চেষ্টা করি কিন্তু তা তাকে পাইনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT