আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিতরন, থাকছে না চিনি আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিতরন, থাকছে না চিনি - ajkerparibartan.com
আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিতরন, থাকছে না চিনি

4:21 pm , May 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে বরিশাল নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরণ কার্যক্রম। তবে দুঃসংবাদ হচ্ছে এবার পন্য তালিকায় থাকছে না অত্যবশ্যকীয় পন্য চিনি। ফলে একটি পন্য কমে এবার মাত্র দুটি পন্য সয়াবিন তেল এবং মশুর ডাল পাবেন নগরীর কার্ডধারীরা। গতকাল টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন সংকটের কারনে এবং দাম বেড়ে যাওয়ায় বরিশালে চিনি প্রেরণ করেনি টিসিবি কর্তৃপক্ষ। তবে গ্রাহকরা যথারীতি ২ লিটার করে সয়াবিন তেল এবং ২ কেজি করে মশুর ডাল পাবেন। শতদল মন্ডল আরো বলেন, ইতিমধ্যে নগরীর ১ থেকে ১৫ নং ওয়ার্ডের ডিলারদের পন্য সরবরাহ করা হয়েছে। এই সব ওয়ার্ডে রোববার থেকে পন্য বিতরণ শুরু করবে। বাকি ওয়ার্ডগুলোতে সোমবার থেকে গ্রাহকরা পন্য পাবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT