আমি নির্বাচিত হলে উন্মুক্ত সিটি কর্পোরেশন হবে -খোকন সেরনিয়াবাত আমি নির্বাচিত হলে উন্মুক্ত সিটি কর্পোরেশন হবে -খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
আমি নির্বাচিত হলে উন্মুক্ত সিটি কর্পোরেশন হবে -খোকন সেরনিয়াবাত

4:08 pm , May 20, 2023

বিশেষ প্রতিবেদক ॥ প্রধান অতিথি খোকন সেরনিয়াবাত বললেন, আমি নির্বাচিত হলে বরিশাল সিটি করপোরেশন হবে একটি উম্মুক্ত সিটি করপোরেশন। সর্বসাধারণের প্রবেশে কোনো বাধানিষেধ থাকবে না। আধুনিক বরিশাল বিনির্মানে অগ্রাধিকার ও প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে বরিশালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, নগরবাসীর সব প্রত্যাশা পূরণ করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করলে আমি কথা দিচ্ছি জনগণের সেবক হবে আমার সময়ের সিটি করপোরেশন। শনিবার বিকাল পাঁচটায় নগরীর বগুড়া রোডের ক্রাউন কনভেনশন হলে এই মতবিনিময় সভা হয়।
বিএম কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আলম হক এর সভাপতিত্বে আধুনিক বরিশাল বিনির্মানে অগ্রাধিকার ও প্রত্যাশা” শীর্ষক চার পৃষ্ঠার প্রবন্ধ উপস্থাপন করেন এই আয়োজনের সমন্বয়ক এনায়েত হোসেন শিবলু। প্রবন্ধে বলা হয় – দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নগর বরিশাল এবং বরিশাল সিটি কর্পোরেশন হলো স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। নগরীতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ২৬৭ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৩৬ হাজার ৩৬০ এবং মহিলা ১ লাখ ৩৮ হাজার ৯০৭ জন। এ নগরের স্বার্থের সাথে জন্মসূত্রে যুক্ত রয়েছে অসংখ্য আলোকিত মানুষ-যারা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছে। নগরবাসী মনে করেন, নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত এই সিটি কর্পোরেশন হবে সকল নগরবাসীর প্রত্যাশা ও স্বপ্ন পূরনের একটি জনবান্ধব প্রতিষ্ঠান। নির্বাচন পরবর্তী নগরে কী কী উন্নয়ন হবে- তা নগরবাসীর প্রত্যাশার সাথে কতটুকু সংযুক্ত তা স্পষ্ট করতে এই আয়োজন বলে জানান প্রাবন্ধিক। তিনি বলেন, নিকট অতীতের বাস্তবতায় পরিচালনা ব্যবস্থাপনার অদক্ষতার কারণে বরিশাল সিটি কর্পোরেশন নাগরিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বলা চলে বিগত দুই টার্মে সরকারের কাছ থেকে সহযোগিতা গ্রহণে ব্যর্থ হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশন উল্লেখ করার মত কোন নাগরিক সুবিধাই প্রদান করে নাই। সাধারণ নাগরিক বঞ্চিত হয়েছে। দেশের অন্যান্য নগরের তুলনায় বরিশাল নগরী অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র হল সিটি কর্পোরেশনের প্রধান অভিভাবক। মেয়রের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা এবং একই সাথে কাউন্সিলর ও কর্মকর্তা, কর্মচারীদের পরিচালনা দক্ষতা একটি নগরের সমন্বিত উন্নয়ন সাধনের পূর্বশর্ত। ফলে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলের ভাবনায় শুধু ভোটের দিনটিই মূখ্য নয়। নির্বাচন পূর্ব নগর জনপ্রতিনিধিদের নিকট থেকে নগরবাসীর প্রত্যাশা ও অগ্রধিকার সম্পর্কে অবগত করণ এবং প্রতিশ্রুতি আদায় এবং তা অতিক্রান্ত সময় অনুসারে মূল্যায়ন করাও এখন সময়ের দাবী। এরপর কয়েকজন নাগরিক মতামতে অংশ নেন। প্রথমেই গুরুত্ব পায় ছোট থেকে বড় প্রতিটি নাগরিক যেন সম্মান পায়। কেউ বলেন, এই প্রবন্ধের বাস্তবায়নের জন্য। উঠে আছে সাহিত্য বাজার পত্রিকার পদ্মা সেতুর সুফল উন্নয়নের বরিশাল এ উল্লেখিত সমস্যা। এতে আরো উপস্থিত ছিলেন নারী নেত্রী অঞ্জলী দে, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, আইনজীবী আনিসুদ্দিন শহিদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কবীর ভুলু বরিশাল সাহিত্য সংসদ ও অর্থনীতি সমিতির সভাপতি রাজনৈতিক বিশ্লেষক কাজী মিজানুর রহমান, সামাজিক আন্দোলনের নেতা আজিজ শাহিনসহ আরো অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT