চালক ঘুমিয়ে পড়ায় খাদে পড়লো ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় খাদে পড়লো ট্রাক - ajkerparibartan.com
চালক ঘুমিয়ে পড়ায় খাদে পড়লো ট্রাক

4:15 pm , May 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥  ঢাকা-বরিশাল মহাসড়কে আকস্মিক ট্রাক খাদে পড়ে চালক-হেলপারসহ একাধিক যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অভিযোগ চলন্ত অবস্থয় চালক ঘুমিয় পড়ায় শুক্রবার ভোরে গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত হাবিব খান বলেন, ঢাকা থেকে পরিবারের সদস্য ও গৃহস্থলি মালামাল নিয়ে ট্রাকযোগে ঝালকাঠি জেলার নলছিটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রাকের ১১ যাত্রী ও চালক-হেলপার আহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলো কিনা তা জানা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT