4:15 pm , May 19, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কে আকস্মিক ট্রাক খাদে পড়ে চালক-হেলপারসহ একাধিক যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অভিযোগ চলন্ত অবস্থয় চালক ঘুমিয় পড়ায় শুক্রবার ভোরে গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত হাবিব খান বলেন, ঢাকা থেকে পরিবারের সদস্য ও গৃহস্থলি মালামাল নিয়ে ট্রাকযোগে ঝালকাঠি জেলার নলছিটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রাকের ১১ যাত্রী ও চালক-হেলপার আহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলো কিনা তা জানা নেই।