বিএনপির প্রস্তুতি সভায় হামলা ২৫টি মোটরসাইকেল ভাংচুর বিএনপির প্রস্তুতি সভায় হামলা ২৫টি মোটরসাইকেল ভাংচুর - ajkerparibartan.com
বিএনপির প্রস্তুতি সভায় হামলা ২৫টি মোটরসাইকেল ভাংচুর

4:13 pm , May 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল উত্তর জেলা বিএনপির জনসভা উপলক্ষে আয়োজিত প্রস্ততি সভায় হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর, একটি বসত ঘরে হামলাসহ ২৫ টি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন সিকদার অভিযোগ করে বলেন, সরকার দলীয় নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর, মোটরসাইকেল ভাংচুরসহ নেতাকর্মীদের মারধর করেছে।  তিনি আরও বলেন, আগামী ২০ মে জেলা উত্তর বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে তার রাজিহার গ্রামের বাড়িতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্ততি সভার আয়োজন করা হয়। সভার শেষপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এতে তার (আফজাল) স্ত্রী লিপি আক্তার, উপজেলা তাঁতী দলের আহবায়ক মানিক বেপারী, যুবদল নেতা পলাশ মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা এমদাদুল হকসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ২৫টি মোটরসাইকেল ভাংচুর করেছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আকন কুদ্দুসুর রহমান ও অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলের সমর্থনে জনসভা সফল করার জন্য বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্ততি সভার আয়োজন করা হয়েছিলো। সভা চলাকালীন সরকার দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিাত নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন বলেন, শুনেছি বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাদের দলের অপর পক্ষের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলার সাথে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে বসতঘর কিংবা মোটরসাইকেল ভাংচুরের কোন আলামত পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT