4:07 pm , May 19, 2023
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ উজান থেকে নেমে আসা পানির কারণে বাবুগঞ্জের সুগন্ধা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে নদীর তীরবর্তি নির্মাঞ্চল ও চরাঞ্চল। পানির প্রবল ঢেউয়ে অসময়ে দেখা দিয়েছে ভাঙ্গন। উপজেলার জনগুরুত্বপূর্ন রহমতপুর মীরগঞ্জ সড়কসহ ক্ষুদ্রকাঠী গ্রাম। অস্তিত্ব টিকিয়ে রাখতে গ্রামটির বাকি অংশটুকুও ভাঙ্গনের কবলে। ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছে ক্ষুদ্রকাঠী গ্রামবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর ভাঙ্গনে পূর্ব ক্ষুদ্রকাঠীর দীঘির পাড় (বটতলা) এলাকার ৩০ গজের মধ্যে এসে পড়ায় শতভাগ ঝুঁকির কবলে পড়েছে রহমতপুর-মীরগঞ্জ সড়কটি। সুগন্ধার মূল অংশ থেকে ওই এলাকায় ভাঙ্গন প্রায় ১ শত ফুট ভিতরে প্রবেশ করেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ এই চারটি উপজেলার লক্ষাধিক মানুষ এই সড়কটি দিয়ে জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছেন। শুধু তাই নয় বরিশাল বিমানবন্দরের রানওয়ে, ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরসহ গুরুত্বপূর্ন স্থাপনাও রয়েছে ঝুঁকির মধ্যে। জোয়ারের পানি নেমে যাওয়ার সময় এসব গুরুত্বপূর্ন স্থাপনা বিলীন হয়ে যেতে পারে। ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দারা বলেন, ভাঙ্গন রোধে অতি দ্রুত কার্যকার ব্যবস্থা না নিলে ক্ষুদ্রকাঠী গ্রামের বাকি অংশ ও জনগুরুত্বপূর্ণ রহমতপুর মীরগঞ্জ সড়ক বিলীন হয়ে যাবে। ভাঙ্গন কবলিত আব্দুর রব হাওলাদার বলেন, সুগন্ধার ভাঙ্গনে ইতিমধ্যে আমার বাড়ি তিনবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আবার ভাঙ্গন বাড়ি ছুঁয়েছে। এইবার ভাঙ্গলে আমার শেষ আশ্রয়স্থলটুকুও চলে যাবে। আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবেনা। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন বলেন, বরিশাল বিমানবন্দরের রানওয়ের সুগন্ধা নদী সংলগ্ন অংশের ভাঙ্গন রোধে আধা কিলোমিটার এলাকা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। অতি শীগ্রই অনুমোদন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে স্থানীয়রা বলেন, দীঘির পাড় বর্তমান ভাঙ্গন কবলিত এলাকাটি ওই আধা কিলোমিটারের বাইরে। বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, রহমতপুর মীরগঞ্জ সড়ক ও ক্ষুদ্রকাঠী গ্রাম রক্ষার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহাদয়ের সাথে কথা বলে ভাঙ্গন রোধে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
