চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে বন্ধ থাকা ঈদের ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে বন্ধ থাকা ঈদের ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি - ajkerparibartan.com
চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে বন্ধ থাকা ঈদের ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি

4:06 pm , May 19, 2023

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বের কারণে বন্ধ থাকা ঈদের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।
এসময় এমপি শাওন বলেন, এলাকার কোনো জনপ্রতিনিধি কাউকে চাল দেয় না। অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চাল দিচ্ছেন। দেশের সাধারণ মানুষের কোনো কষ্ট যাতে না হয় সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সবসময় পাশে দাঁড়াচ্ছেন।
চাল বিতরণকালে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT