4:05 pm , May 19, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী তাপসের স্ত্রী ইসমত আরা ইকবাল বলেন, আমরা যখন বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সাথে কথা বলি তখন তারা জানিয়েছেন ইভিএম ব্যবহার করতে পরেন না। ভোটারদের ধারনা এক জায়গায় ভোট দিবে অন্য জায়গায় ভোট চলে যাবে। কিছুই বুঝবো না। তারা ব্যালটে ভোট দিতে চায়। আমাদের নারী সমাজের ভোটারদেরও একই কথা। এবার ভোটাররা ভোট দিতে পারলে, লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের বিজয় দেখবো। শুক্রবার বিকেলে নগরীর ৯ ও ৬ নং ওয়ার্ডের রসুলপুর, কলাপট্টি, পেয়াজপট্টি, ফলপট্টির বিভিন্ন স্থানে কুশল মিনিময়ের পর গণ্যমাধ্যমে এ সব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নারীনেত্রী শিমু, ডালিয়া, হাফিজা আক্তার রিমি, মাকসুদা ইয়াসমিন, মরিয়ম আক্তার, সঙ্গীতা দাসসহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ আলম, ফারুক হোসেন।