চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিচ্ছেন চিকিৎসা সেবা চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিচ্ছেন চিকিৎসা সেবা - ajkerparibartan.com
চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিচ্ছেন চিকিৎসা সেবা

4:07 pm , May 18, 2023

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ জ্বরের চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছিলেন শিকারপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরদার।  জরুরী বিভাগে  একটু বসার পরই তার চোখ পড়ে তার মাথার উপর হাসপাতালের ছাদে বড় একট ফাটল। পাশের ওয়ালেও ফাটল তখন  তিনি চিকিৎসা না নিয়েই হাপাতালের ভবন ছেড়ে চলে আসেন।  প্রতিদিন তার মত শত শত রোগী চিকিৎসা নিতে এসে হাসপাতালের ফাটল দেখে  ভয় পেলেও কর্মরত চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত দিচ্ছেন চিকিৎসা সেবা। ১৯৭৪ সালে নির্মিত ৩১ শয্যা বিশিষ্ট উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির পুরাতন ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ন।  ইতিপূর্বে বেশ কয়েকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের  ডিজি বরাবরে আবেদন করা হলেও কোন কাজ হয়নি।
একাধিক চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে বলেন , তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে  রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। সব সময় আতংকের মধ্যে কাটাচ্ছেন। যে কোন সময় বড় ধরনের দুঘটনার কবলে পড়তে পারেন তারা। ৫০ শয্যায় উন্নীত করে ২০১০ সালের ১৫ ডিসেম্বর ভবনটির উদ্বোধন করা হয়।
জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক পলাশ কুমার বলেন,  যে কোন সময় দুর্ঘটনার কবলে পড়ে  নিজের জীবন বিপন্ন হতে পারে তা জেনেও  বাধ্য হয়েই  চিকিৎসা সেবা দিচ্ছি। রাতের সময় ডিউটি থাকলে বেশী  ভয় হয়।   উজিরপুর উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  মো: শওকত আলী  বলেন, হাসপাতালের পুরাতন ভবনটিতে একধিক ফাটল  ধরায় ভবনটি বেশ ঝুঁকিপূর্ন। আমরা একধিকবার লিখিতভাবে  বিষয়টি স্বাস্থ্য  মন্ত্রণালয়কে জানিয়ে কোন সুফল পাইনি।
সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা মীরার একান্ত প্রচেষ্টায়  উজিরপুর হাসপাতালের নির্মান কাজ প্রক্রিয়াধীন রয়েছে ।  উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু  বলেন, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির  পুরো ভবন জুড়ে ৮/১০ টি ফাটল দেখা দেয়ায় ওই ভবনটি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। জরুরী ভিত্তিতে  ভবনটি সংষ্কার করা প্রয়োজন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT