রাজাপুরে ডাবল মার্ডারের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব রাজাপুরে ডাবল মার্ডারের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব - ajkerparibartan.com
রাজাপুরে ডাবল মার্ডারের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

4:07 pm , May 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ভাতিজাসহ প্রান হারিয়েছেন  রাজাপুরের সাবেক ইউপি সদস্য আবদুর রব হাওলাদার। গত ২৪ এপ্রিল সন্ধ্যার পর আব্দুর রব ও তার  ভাতিজা বেলায়েত হোসেনকে কুপিয়ে জখম করে জগাইর আট গ্রামের বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তার দলবল। পরে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্ত্যবরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহত আবদুর রব হাওলাদারের ছেলে পরের দিন বাদী হয়ে রাজাপুর থানায় ১৫ জনকে আসামী করে  একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব ৮। গতকাল বিকেলে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল মাহমুদুল হাসান। গ্রেফতারকৃত আসামীরা হলেন : খাদেম হোসেন, জাহিদুল ইসলাম রাজন, সজল হোসেন এবং শহীদ হেসেন।
র‌্যাব অধিনায়ক বলেন, ঘটনার পর থেকে র‌্যাব-৮ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়
আসামীরা নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং বার বার স্থান বদল করতে ছিলেন। শেষ পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৮ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ৩ জন এবং তাদের দেওয়া তথ্য অনুসারে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে অপর আসামী কে গ্রেফতার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT