4:05 pm , May 18, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে নগরীর সদর রোড অগ্রণী মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সভা এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক হালিমুজ্জামান খান মাহমুদ। সভায় উপস্থিত কর্মীবৃন্দ বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ইতিহাসে আমরা উল্লেখযোগ্য কোন উন্নয়ন দেখিনি। সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার মানুষ জলাবদ্ধতায় ভুগছেন। নগর বান্ধব মেয়র না থাকায় নগরীর মানুষ উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত। তাই মেয়র পদে খোকন সেরনিয়াবাতের বিকল্প নাই।
সংগঠনের সদস্য সচিব আঃ আজিজ হাওলাদার বলেন আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করবো। যাতে করে নির্বাচিত হয়ে অবহেলিত নগরবাসীর কল্যাণে কাজ করতে পারেন।
সভার সভাপতি সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক হালিমুজ্জামান খান মাহমুদ বলেন বিগত দিনগুলোতে বরিশালে অন্য সিটি কর্পোরেশনগুলোর মত কোন উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর উন্নয়নমূলক কাজ করার জন্য আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। কে কোন দল করি, সেটা বড় কথা নয় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে ৩০ ওয়ার্ডে সর্বোচ্চ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যেই খোকন সেরনিয়াবাতের সহধর্মীনি লুনা আব্দুল্লাহ জনগনের ব্যাপক জনসমর্থন কুড়িয়েছেন। সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দও নির্বাচনে সর্বাত্মক সমর্থন নিয়ে মাঠে থাকবেন। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু (সাবেক কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বাদশা, সিএইচ. মাহবুব, ডাঃ একেএম কবিউল করিম, মতুয়া মিশন সম্পাদক হরিগুরু চাঁদ, আলহাজ্ব আঃ সালাম, মরিয়ম বেগম প্রমুখ।